শাহরাস্তিতে আওয়ামিলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী পলিত

মোঃ মহিউদ্দিন :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শাহরাস্তি উপজেলা আওয়ামিলীগের উদ্যোগে আয়োজিত দোয়া,মিলাদ ও আলোচনা সভা ১৭ মার্চ বিকেল ৪ টায় শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা থ্রিস্টার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সফিকুর রহমান। উপজেলা আওয়ামিলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামিলীগের সাবেক দপ্তর সম্পাদক শফিউল আজম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বর্ষীয়ান আওয়ামিলীগ নেতা খিজির হায়দার ,হাজীগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ,উপজেলা আওয়ামিলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরীর মোস্তফা কামাল,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার,রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক,সুচিপড়া উত্তর ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক কবির আহমেদ, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি শাইফু ইসলাম ,সুচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর সৃতিচারণ ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। এবং আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগকে নৌকা প্রতিকে নিরংকুশ বিজয়ের প্রতিশ্রতি দেন। এ ছাড়া তৃণমূলে গ্রহনযোগ্যতা যাচাইয়ের মাধ্যমে নৌকার মাঝি বাছাইয়ের জন্য জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।

Loading

শেয়ার করুন: