শাহরাস্তির ১০ ইউনিয়ন পরিষদের সদস্যদের শপথ গ্রহণ

শাহরাস্তি :

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ৯০ সদস্য ও ৩০ সংরক্ষিত সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ১১৭ জনকে সদস্য শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার।

এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কামান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।

এসময় নবনির্বাচিত সদস্যদের উদ্দেশে তিনি বলেন, দেশের উন্নয়নে সততার সাথে কাজ করতে হবে। আজকে আপনারা যে দায়িত্ব পেয়েছেন তা ধরে রাখতে হবে। শপথ ভঙ্গ করলে আপনারা দায়ী থাকবেন। আপনাদের উপর দেশের উন্নয়ন অনেকটাই নির্ভরশীল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তারের সভাপতিত্বে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদুর রহমান, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, সমাজসেবা অফিসার আবু ইসহাক, পল্লী বিদ্যুতের ডিজিএম মোবারক হোসেন প্রমুখ।
ফম/এমএমএ/

Loading

শেয়ার করুন: