
নিজস্ব প্রতিনিধি ॥
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষাবীর মরহুম এমএ ওয়াদুদের সহধর্মিনী রহিমা ওয়াদুদ আর নেই। শনিবার (৬ মে) বেলা ১২টার দিকে ঢাকার কলাবাগানস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহিৃরাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাড.সাইফুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মরহুমা রহিমা ওয়াদুদ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুর মা। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। রহিমা ওয়াদুদ চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও একসময় শিক্ষকতা করেছেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাড.সাইফুদ্দিন বাবু জানান, মরহুমা রহিমা ওয়াদুদের নামাজে জানাজা আগামীকাল রোববার বাদ আসর ঢাকার কলাবাগান মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।