শিক্ষামন্ত্রীর শোক

চাঁদপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

তিনি এক শোক বার্তায় বলেন, অযাচক আশ্রমের অধ্যক্ষ মহোদয় একজন অসাম্প্রদায়িক চেতনার সাধক ছিলেন। চাঁদপুর শহরের পুরাণ আদালত পাড়ায় স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পুণ্য জন্মস্থানকে ঘিরে সুখরঞ্জন ব্রহ্মচারী অযাচক আশ্রম গড়ে তুলেন। এই আশ্রমকে ঘিরে এখানে তিনি ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মানবসেবারও নানা কাজ করতেন। আমার সাথে তাঁর একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিলো। তাঁর বদান্যতায় আমি এই আশ্রমের নানা উন্নয়ন কাজে সরাসরি ভূমিকা রাখার সুযোগ পেয়েছি। আশ্রমের যে কোনো কাজে, যে কোনো সমস্যায় তিনি আমার কাছে খুব আপন মনে করে চলে আসতেন। আমিও তাঁর অর্থাৎ আশ্রমের কাজগুলো খুব আন্তরিকতার সাথে করে দিতাম। তাতে তিনি আমার প্রতি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করতেন। অযাচক আশ্রমের যে কোনো অনুষ্ঠানে তিনি আমাকে স্মরণ করতেন। সেজন্যে আমি তাঁর কাছে আজীবন ঋণী হয়ে থাকবো। তাঁর মৃত্যুতে চাঁদপুরবাসী একজন অসাম্প্রদায়িক চেতনার মহান সাধককে হারালো। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

Loading

শেয়ার করুন: