শিক্ষার্থীদের বিপথগামী হওয়া থেকে রক্ষায় ক্রীড়ার কোন বিকল্প নেই :পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ॥

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নিউ হোস্টেল মাঠে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। ২২ ফেব্রুয়ারী বুধবার সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

উপজেলার ১৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে এই টুর্নামেন্টের ফাইনালে অংশ গ্রহন করে মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয়। টস জিতে মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয় প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ২২৪ রানের টার্গেট দেয়। জবাবে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় ৬১ রানে অলআউট হলে বিশাল জয় পায় মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
পুরস্কার বিতরণী পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শারিরীক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই। আমাদের অনেক শিক্ষার্থী খেলাধুলা বাদ দিয়ে তারা মোবাইল কেন্দ্রীক হয়ে পড়েছে। কখনো কখনো তারা হয়ে পড়ছে বিপথগামী। তাই আমি বিশ্বাস করি শিক্ষার্থীদের বিপথগামী হওয়া থেকে রক্ষায় ক্রীড়ার কোন বিকল্প নেই।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রেনু দাশের সভাপতিত্বে এবং আলআমিন ক্রীড়া চক্রের সভাপতি ফারুক আহমেদ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, কিশোর ব্রাদার্স ক্লাবের সভাপতি ফারুক বিন জামান প্রমুখ।

এছাড়াও প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রাখুন। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। পরে অতিথিবৃন্দ সকল বিভাগে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলকে ট্রফি ও মেডেল প্রদান করেন।

Loading

শেয়ার করুন: