শেখ কামালের জন্মদিন উপলক্ষে হাজীগঞ্জে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি॥

মহান স্বাধীনতার স্থপতি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা প্রশাসন হাজীগঞ্জের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি,বিনামূল্যে গাছের চারা বিতরণ,গাছা চারা রোপণ,কোরআন খতম,দোয়া মাহফিল ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ. স. ম. মাহবুব-উল আলম লিপন।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুনির্মল দেউরি’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক হাজী মো. জসিম, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সফিকুর রহমান মীর, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মহিউদ্দিন আল আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস মোর্শেদ প্রমূখ।

ভাচুয়াল আলোচনা সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল “যুব সমাজের আদর্শ”
তারা বলেন, শেখ কামাল ছিলেন একজন বিচক্ষণ রাজনীতিবিদ, একজন লড়াকু যুদ্ধা, সাংস্কৃতিককর্মী ও খেলোয়াড়। সকল প্রতিভাই তার মধ্যে ছিল।

তিনি দেশের হয়ে যুদ্ধ করে এ দেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বে দিয়েছে। জাতির তার অবদানের কথা চিরদান স্মরণ রাখবে।

হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দীন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ক্যাপ্টেন শেখ কামালসহ জাতিরজনক বঙ্গবন্ধু স্ব-পরিবারের হত্যার ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জের কুলাঙ্গার রাশেদ চৌধুরী জড়িত ছিল। বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার ঘটনায় আদালতের রায়ে অনেকের ফাঁসি হয়েছে। এর মধ্যে কয়েকজনের ফাঁসির রায় কার্যকর হয়েছে।

তিনি আশাব্যক্ত করেন অবিলম্বে হাজীগঞ্জের কলঙ্ক রাশেদ চৌধুরীকে বিদেশ থেকে ফেরত এনে রায় কার্যকর করে হাজীগঞ্জকে কলঙ্ক মুক্ত করা হউক।

ভার্চুয়াল আলোচনা সভায় সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলায় কর্মরত সকল সরকারী কর্মকর্তাবৃন্দ সংযুক্ত ছিলেন।

আলোচনা সভার পূর্বে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা প্রশাসন উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিনের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার এস এম সোয়েব আহমদ চিশতীর নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির পক্ষে হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবালের নেতৃত্বে ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবদুল হাদী, উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির দপ্তর সম্পাদক হাবিবুর রহমান লিটন, পৌর ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বি প্রমূখ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

Loading

শেয়ার করুন: