শেখ হাসিনার উন্নয়নের চাকাকে আমরা সচল রাখবো : সুজিত রায় নন্দী

স্টাফ রিপোর্টার:

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে লেবার, শ্রমিক, ডিঙ্গি মাঝি, অন্ধ, প্রতিবন্ধী, এতিমখানা ও সরকারি শিশু পরিবারসহ সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে।

৩১ মার্চ (শুক্রবার) বিকাল ৩ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী প্রধান অতিথির বক্তব্যে বলেন,

আওয়ামী লীগই সব সময় জনকল্যাণে মানুষের পাশে কাজ করে। আওয়ামী লীগের ঐতিহ্যই হচ্ছে দুর্দিনে দুর্ভিপাকে মানুষের পাশে দাঁড়ানো। আওয়ামীলীগ সংগ্রাম করে অপরাজনীতি থেকে মুক্তির, ষড়যন্ত্রের বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে। আজকের বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বের জন্য আলোকিত। বিশ্ববাসীর কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল, জননেত্রী শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে মানবতার মা, মানবতার নেতা। তিনি সারা বিশ্বের কাছে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সবসময় চিন্তা করেন, বাংলাদেশ যেন কোনমতেই খাদ্যের সংকটে না পড়ে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে সারা বিশ্বব্যাপী ক্রাইসিস চলছে, সেই ক্রাইসিস কে জননেত্রী শেখ হাসিনা মোকাবেলা করেছেন।

তিনি দক্ষ অভিজ্ঞ ক্রাইসিস ম্যানেজার নামে পরিচিত। তার মধ্যে দক্ষতা, যোগ্যতা, মেধা, অভিজ্ঞতা, রাজনৈতিক দূরদর্শিতা, কূটনৈতিক প্রজ্ঞা সম্পন্ন ক্রাইসিস ম্যানেজার এ পৃথিবীতে আর দ্বিতীয়জন নেই বলে আমার বিশ্বাস। তাই আমি বলব যারা আজকে শেখ হাসিনার আলোকিত বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যেতে চায়, সেই শক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা শান্তি প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা প্রতিহিংসা বিশ্বাস করি না, আমরা প্রতিযোগিতা বিশ্বাস করি। তাই এই পবিত্র রমজান মাসে আমাদের শপথ হওয়া উচিত “শেখ হাসিনার উন্নয়নের চাকাকে আমরা সচল রাখবো”।

জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারীর পরিচালনায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে আরও বক্তব্য রাখেন,
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ জহিরুল ইসলাম।

উপস্থিত ছিলেন, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিজি, সদস্য এডভোকেট বদিউজ্জামান কিরণ, স্বেচ্ছা সেবক লীগের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডঃ আহসান হাবিব সহ বিভিন্ন এতিমখানা মাদ্রাসা স্বেচ্ছাসেবী সংগঠন সরকারি শিশু সদনের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে বিভিন্ন মাদ্রাসা, স্বেচ্ছাসেবী সংগঠন, এতিমখানার শিক্ষকদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।

Loading

শেয়ার করুন: