ষাটনল হাফেজ আ.লতিফ মাদরাসা ও এতিমখানায় কম্বল বিতরণ

মতলব উত্তর ব্যুরো :

মতলব উত্তর উপজেলার ষাটনল হাফেজ আ.লতিফ দাখিল মাদরাসা ও এতিমখানা লিল্লাহ বোডিংয়ের অসহায় ১২০ শিক্ষার্থীকে কম্বল প্রদান করেন নারায়ণগঞ্জ নিতাইগঞ্জ ব্যবসায়ীগণ।

শুক্রবার বিকেলে ষাটনল হাফেজ আ.লতিফ দাখিল মাদরাসা ও এতিমখানা লিল্লাহ বোডিং প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে অসহায় এতিম শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন- গরীবে নেওয়াজ সল্ট এর মালিক মো.জামাল দেওয়ান,ময়না টেক্সটাইলের মালিক আনোয়ার হোসেন,ইসলামী ব্যাংক কর্মকর্তা বশির উদ্দিন,এসএস হোসিয়ারির মালিক শহীদুল ইসলাম,থান কাপড় ব্যবসায়ী মোহন উদ্দিন মোহন,সাফী ট্রেডার্স এর মালিক সফি উদ্দিন,ফিরোজ ট্রেডার্স এর মালিক ফিরোজ আহমেদ,ব্যবসায়ী অহিদুজ্জামান,আ.কাইয়ুম মিলন,লিটন, আনোয়ার, হাজী সানাউল্লাহ, সাবেক ইউপি সদস্য আবদুল মালেক, সমাজসেবক আ. সোবহান প্রধান, ষাটনল হাফেজ আ. লতিফ দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মাও. রমজান হোসেন, শিক্ষক মাও. হাবিবুর রহমান ও নিজাম উদ্দিন প্রমুখ।

মো. জামাল দেওয়ান বলেন, কনকনে ঠান্ডায় শীতের কম্বল পেয়ে মহাখুশি। আমরা যার যার অবস্থান থেকে এই সব হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াই।

Loading

শেয়ার করুন: