সকল অপশক্তির বিরুদ্ধে সচেতন হতে হবে : পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক:

“পুলিশই জনতা জনতাই পুলিশ” এ শ্লোগানে চাঁদপুর শহরের পুরাণবাজারে সম্প্রীতি সমাবেশের আয়োজন করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। ২১ অক্টোবর সকালে পুরাণবাজার ভাই ভাই স্পোটিং ক্লাবে চাঁদপুর পৌরসভার বিট পুলিশিং (১,২ ও ৩ নং ওয়ার্ড) জনগন সমাবেশে অংশ গ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সরকার আমাদের(পুলিশ) হাতে অস্ত্র দিয়েছেন। আমরা চাইনা কারো উপর অস্ত্রের ব্যবহার করতে। আমরা কারো জীবন দিতে না পারলে অন্যায়ভাবে কারো জীবন নিতে পারি না। দুই জনকে রক্ষায় শতজন চলে গেলেও পুলিশ কাজ করবে। সকল অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে সচেতন হতে হবে।’

তিনি বলেন,’আমরা যে যেই ধর্মের হই না কেন, আমরা কেউ চাইনা ধর্মের উপর আঘাত আসুক। আমাদের দেশে সম্প্রিতির বন্ধন রয়েছে। তা অনেকের সহ্য হচ্ছে না। এই চক্রের বিরুদ্ধে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা হাজীগঞ্জের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ৩০ জন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসাত রটনোর কারনে ৩ জন কে আটক করেছি। আরোও পক্রিয়াধীন রয়েছে।’

পুলিশ সুপার বলেন,’আমরা আগামী ২০৪১ সালের আগেই মধ্যম আয়ের দেশে পরিনত হবো। সেই জন্য প্রয়োজন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন। আমি গত ৬ মাস পূর্বে চাঁদপুরে যোগদানের পর মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি। গত ৬ মাসে ৬ শতাধিক মাদকের সাথে সম্পৃক্তদের আটক করেছি। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসসহ সকল সামাজিক অপরাধ নিমূলে আমাদের কে আপনারা তথ্য দিয়ে সহযোগীতা করুণ।’

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মোঃ আসিফ মহিউদ্দীন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি।

চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) সুজন কান্তি বড়ুয়ার সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন
পুরাণবাজার মদুসূদন উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ গনেশ চন্দ্র, জাফরাবাদ এমদাদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাফর আহম্মেদ, পুরাণবাজার জামে মসজিদ খতিব ইব্রাহিম খলিল মাদানি প্রমূখ।

Loading

শেয়ার করুন: