সঠিকভাবে টাকা কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী করতে হবে: নূর হোসেন পাটোয়ারী

বিশেষ প্রতিনিধি॥

এসেছে পল্লীর শুভ দিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋন’ এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় হাইমচরেও মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রনোদনার আওতায় হাইমচর উপজেলা বিআরডিবির উদ্যোগে ২২ জন উদ্যোক্তার মাঝে ৪৫ লক্ষ ৫০ হাজার টাকার ঋন বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ঋন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটেয়ারী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনা সরকার নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ক্ষুধা ও দারিদ্র মুক্ত একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকারের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। তেমনি আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী সারাদেশের ন্যায় হাইমচরেও সামান্য সুদে কোভিড-১৯ ক্ষতিগ্রস্থ্য উদ্যোক্তাদের মাঝে ৪৫ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ খুবই প্রশংসনীয়। ঋনের টাকা সঠিক ভাবে কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে ও বিআরডিবির জুনিয়র অফিসার (হিসাব) আনোয়ার হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুছ ছালাম, এসময় বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম, চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমেদ আলি মাষ্টার, গাজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজি, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মনজেলুর রহমান,পল্লী সঞ্চয় ব্যাংক হাইমচরের ব্যবস্থাপক জিল্লুর রহমান জুয়েল প্রমুখ। পরে অতিথি বৃন্দ ২২ জন উদ্যোক্তার মাঝে ৪৫ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন।

Loading

শেয়ার করুন: