
নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কচুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার (২ অক্টোবর) সকাল ৭টায় কচুয়া উপজেলার ঘাগড়া বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক তেগুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে ছাত্র দালের একাংশের সাধারণ সম্পাদক। আহতরা হলেন- রাগদৈল গ্রামের আবু তাহের (৬০), আবু তাহেরের স্ত্রী জাবিন খান ও কলাকোপা গ্রামের জোহর আলীর ছেলে নবীর (৩০)।
ছাত্রদলের এই নেতা পেশায় একজন পশু চিকিৎসক ছিলেন। তার স্ত্রী ও দুই জমজ পুত্র সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। ওইদিন বাদ আসর পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে মরহুমের লাশ কবরস্থানে পালাখাল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কচুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল বলেন, উপজেলার ঘাগড়া বাজার এলাকায় ঢাকাগামী আল-আরাফা পরিবহনের বাসের সঙ্গে চাঁদপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চারজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন। সিএনজি ও আল-আরাফা পরিবহনের বাসটি জব্দ করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে কচুয়া উপজেলা ছাত্রদল নেতা ওমর ফারুক মায়ার মৃত্যুতে গভীর শোক সমবেদনা জানিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন ও কেন্দ্রীয় মহিলাদলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবীসহ আরো অনেকে।