সমাজে পিছিয়ে পরা জনগোষ্ঠিকে এগিয়ে নিতে হবে:পুলিশ সুপার মাহবুবুর রহমান

ডেস্ক :

চাঁদপুর শহরের হিজরা সম্প্রদা‌য়ের মাঝে শীতকালীন কম্বল বিতরন করেছেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)। ১৮ জানুয়া‌রি সোমবার রাত সা‌ড়ে ৮টায় চাঁদপুর মডেল থানার হলরুমে হিজরাদের মাঝে কম্বল বিতরন করা হয়।

পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার) বলেন, আমরা যারা পুলিশের সদস্য সমাজের প্রত্যেকটা স্তরে নক করার চেষ্টা করি। সবাইকে একত্রিত করে মাননীয় প্রধানমন্ত্রীর হাত‌কে শ‌ক্তিশালী করে‌তে চাই। আমরা জেলা প্রশাসক ও পু‌লিশ সুপার মিলে সমাজে পি‌ছি‌য়ে পড়া‌দের ভালভা‌বে চলার ব্যবস্থা করতে চেষ্টা ক‌রে যা‌চ্ছি। সমা‌জের বে‌দে ও হিজরা সম্প্রদা‌য়ের মান‌নোন্ন‌য়ে অামা‌দের কাজগু‌লো চলমান থাক‌বে।কাজ কর‌তে গি‌য়ে সমস‌্যা হ‌বেই। আমরা আপনা‌দের‌কে নি‌য়ে কাজ কর‌তে গি‌য়ে প‌রিপূর্ণ হ‌তে পে‌রে‌ছি। সমাজে পিছিয়ে পরা জনগোষ্ঠিকে এগিয়ে নিতে হবে।

তি‌নি আ‌রো ব‌লেন,সক‌লের চেষ্টা আমার প‌দোন্ন‌তি হ‌য়ে‌ছে।আপনা‌দের‌কে অ‌নেক ধন‌্যবাদ জানাই আ‌মি সক‌লের দোয়ায় আজ‌কে এ অবস্থা‌নে এ‌সে‌ছি। আ‌মি শুধু চাঁদপুর শহর নয় পু‌রো জেলাবাসী‌কে নি‌য়ে কাজ ক‌রেছি। শী‌তে কিছুটা উষ্ণতার পরশ দি‌তে আজ‌কের এ টো‌কেন অফ লাভ উপহার।
আ‌মি যাওয়ার পূ‌র্বে সাংবা‌দিক‌দের নি‌য়ে এক‌টি মিট দা প্রেস আ‌লোচনা কর‌বো। চাঁদপু‌রে আমার ১৬ মাসে কার্যকা‌লের অর্জন ও ব‌্যার্থতাগু‌লো তু‌লে ধর‌বো আপনা‌দের মাধ‌্যমে। চাঁদপু‌রে সকল‌কে নি‌য়ে জনগ‌ণের সেবা করার চেস্টা ক‌রে‌ছি।

কম্বল বিতরন অনুষ্ঠানে চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ নাসিম উদ্দিনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন,ট্রাফিক ইন্সপেক্টর জহিরুল ইসলাম,চাঁদপুর মডেল থানার তদন্ত ওসি হারুনুর রশীদ,ওসি ইন্টেলিজেন্স মনির আহমেদ,পুরানবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম,নতুন বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ মাসুদ প্রমুখ।

Loading

শেয়ার করুন: