সরকারের দেয়া সেবা পেতে জনগণের ভোগান্তি দূর করতে হবে : নূর হোসেন পাটওয়ারী

মাহমুদুল মতিন :

হাইমচর উপজেলা মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার হচ্ছে জনবান্ধব সরকার, জনগণের জন্য সরকারের সেবা উপজেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়ন কারী হচ্ছে ইউনিয়ন পরিষদ, হাইমচর এর অসহায় দূঃস্থ মানুষের জন্য বরাদ্দকৃত সেবা মূলক কাজে কোন ভাবেই অনিয়ম ও দূর্নীতি যাতে না হয় সে দিকে জনপ্রতিনিধিদের কে আরো সতর্কতার সহিত দায়িত্ব পালন করতে হবে, সরকারের দেয়া সেবা পেতে জনগনের ভোগান্তি দূর করতে হবে ।

উপজেলা চেয়ারম্যান আরো বলেন, জেলে চাল বিতরন, জন্মনিবন্ধন কার্যক্রম, বয়স্ক ও বিধবা ভাতাসহ সেবা মূলক কাজ গুলো যেন জনগন কোন হয়রানী ছাড়া পায় সেটা বাস্তবায়নের দায়িত্ব ইউপি চেয়ারম্যান গনের।

এই সকল সেবা খাতে কোন অনিয়ম অভিযোগ দূঃখজনক, এই বিষয় সকলে সতর্কতার সহিত দায়িত্ব পালন করতে হবে, প্রশাসনিক কর্মকর্তা গন আরো বেশী তদারকি করতে হবে।
২৬ মে বৃহস্পতিবার সকাল টায় উপজেলা পরিষদ সভাকক্ষে হাইমচর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী উপরোক্ত বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী এর পরিচালনায় উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, হাইমচর থানা অফিসার ইনচার্জ তদন্ত উৎপল বিশ্বাস, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, হাইমচর কলেজ অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, চরভৈরবী ইউপি চেয়ারম্যান আহমদ আলী মাষ্টার, আলগী দক্ষিণ ইউপি চেয়ারম্যান সরদার আবদুল জলিল মাষ্টার, গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, আলগী উত্তর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম সহ বিভাগীয় কর্মকর্তাগণ।

Loading

শেয়ার করুন: