সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে দরিদ্রদের অর্থ সহায়তা দিচ্ছে : ওচমান গনি পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, বর্তমান সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে নানা উদাগে গ্রহণ করেছে। এর অংশ হিসেবে দরিদ্র শিক্ষার্থীদের অর্থ সহায়তা দিচ্ছে। সরকারের নির্দেশনা অনুসারে চাঁদপুর জেলা পরিষদ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি এবং অনুদান প্রদান করে আসছে। আমরা চাই অচিরেই চাঁদপুর জেলা নিরক্ষরমুক্ত হোক। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের সভাকক্ষে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাছে শিক্ষা অনুদানের চেক বিতরণকালে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, সহ-সভাপতি রহিম বাদশা, জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু প্রমুখ।

এদিন বীর প্রতীক মমিন উল্যা পাটওয়ারী একাডেমির শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান।

Loading

শেয়ার করুন: