সাইরেন এর বিশেষ সাধারণ সভা ও ইফতার

নিজস্ব প্রতিবেদক ॥

সাইরেন (একটি সমাজসেবামূলক সংস্থা)’ র আয়োজনে বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল গতকাল ৮ এপ্রিল শনিবার বাদ আছর শহরের রসুইঘর রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।

বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি ডাঃ সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মেঘনা বার্তার সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর সরকারি কলেজের প্রফেসর সাইদুজ্জামান ও জনশক্তি ও কর্মসংস্থান কর্মকর্তা শফিকুর রহমান , সিনিয়র সহ-সভাপতি ফিরোজ আলম চৌধুরী সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন , যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক মিলন, জেসমিন আক্তার, দপ্তর সম্পাদক সাঈদ পাটওয়ারী, অর্থ সম্পাদক ফখরুল ইসলাম বুলবুল, ত্রাণ দুর্যোগ সম্পাদক আব্দুর রশিদ খান, হাইমচর উপকমিটির সদস্য মেহেদি প্রমুখ।

কার্যকরী কমিটির বিশেষ সাধারণ সভা শেষে ইফতারে পূর্বে দোয়া ও মোনাজাত করা হয়।

Loading

শেয়ার করুন: