হাইমচরে শেখ রাসেলের জন্ম দিবস পালিত

হাইমচর প্রতিনিধি:

শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস এ শ্লোগানে হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস ও ৫৭ তম জন্ম দিন উপলক্ষে আলোচনা সভা ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

১৮ অক্টোবর (সোমবার) সকালে হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ( ভারপ্রাপ্ত) মোঃ হুমায়ুন কবির প্রধানীয়া,হাইমচর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম,হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম,উপজেলা সিনিঃমৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান প্রমূখ।

সভায় বক্তারা বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কনিষ্ঠ সন্তান শিশু শেখ রাসেলকেও সেদিন বাঁচতে দেয়নি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পরাজিত ঘাতকদের অনুসারী কতিপয় সেনা সদস্য,বিপথগামী সেনাদের বুলেটের নির্মম আঘাতে শাহাদাৎ বরন করেন জাতির পিতা সহ তার পরিবারের একাধিক সদস্য ও শিশু শেখ রাসেল,তার জন্মদিনে আমাদের প্রত্যাশা জাতির পিতা সহ ১৫ আগষ্ট হত্যাকারী সকল খুনী দের দৃষ্টান্ত মূলক শাস্তি বাস্তবায়ন করা এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মানে জননেত্রী শেখ হাসিনার সরকার বিশ্বে বাংলাদেশ কে মর্যাদার আসনে অধিষ্ঠিত করা।

বক্তারা আরো বলেন,জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রগতিতে ঈর্ষাপ্ররায়ন হয়ে ৭১ এর পরাজিত এবং ৭৫ এর ঘাতকরা এক হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে।পরাজিত শত্রুরা বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সংখ্যা লঘুদের মন্দির এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটতরাজ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদেরকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে।

Loading

শেয়ার করুন: