হাইমচরে ৬ হাজার পারিবারের মাঝে সাইলো বিতরণ

মাহমুদুল মতিন :

মুজিববর্ষ উপলক্ষে দুর্যোগপ্রবণ এলাকায় ৩ লাখ পারিবারের মাঝে সাইলো (বিজ সংরক্ষণ পাত্র) বিতরণের উদ্যোগে নিয়েছে সরকার। পরিবার পর্যায়ে খাদ্যশস্য সংরক্ষণের সক্ষমতা বাড়াতে এসব সাইলো তৈরি ও বিতরণের টার্গেট নিয়েছে শেখ হাসিনা সরকার।

এরই মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ কাজ শুরু করে দিয়েছে। এর আগেও সরকার একই উদ্দেশ্যে দুর্যোগপ্রবণ ১৯ জেলার ৬৩ উপজেলার ৫ লাখ দরিদ্র পরিবারের মধ্যে বিনামূল্যে পারিবারিক সাইলো বিতরণ করেছে।

এর আগে ২০১৮ সালের ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঝালকাঠি জেলা সদর, কাঁঠালিয়া ও নলছিটি উপজেলায় পারিবারিক সাইলো বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এদিকে ৫ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন আরও ২০০টি সাইলো দিয়েছেন এ সরকার।

এরই ধারাবাহিকতায় হাইমচর উপজেলার ৬টি ইউনিয়নের ৬০০০ পরিবারের মাঝে পারিবারিক সাইলো ( বিজ সংরক্ষণ পাত্র) বিতরণ করা হয়েছে।

৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে হাইমচর উপজেলা পরিষদ মাঠে সাইলো বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নূর হোসেন পাটওয়ারী,হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদের সচিব মো: আজহারুল ইসলাম গাজীসহ উপজেলা খাদ্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন

Loading

শেয়ার করুন: