
চাঁদপুর: চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুর পল্লীবিদ্যুৎ-১ অফিসের গেটের সামনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. এমরান হোসেন (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
এমরান চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ওড়পুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা জানান, সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে রাস্তা পার হচ্ছিলেন এমরান। এ সময় শাহরাস্তি থেকে হাজীগঞ্জগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।