হাজীগঞ্জে নতুন আরো ৪ জনের করোনা শনাক্ত : উপসর্গে মৃত্যু ৩

হাজীগঞ্জ প্রতিবেদক :

চাঁদপুরের হাজীগঞ্জে নতুন করে আরো ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ২০ জন আক্রান্ত হয়েছে।

৪ জুন বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচ এম চিশতী জানান, নতুন আক্রান্তকারীরা হচ্ছেন, পৌরসভার ৪ নং ওয়ার্ড মকিমাদে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন (৩৬), একই ওয়ার্ডের এক ব্যবসায়ী (৫০), টোরাগড় গ্রামের চাকুরিজীবী (৫৫), গন্ধর্ব্যপুর দক্ষিন ইউনিয়নের মাঠ কর্মী (৪০)।

এছাড়াও করোনা উপসর্গে আরো ৩ জনের মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। এরা হলেন,উপজেলার ৪নং বালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী কারী আমিনুল ইসলাম ভৃঁইয়া (৬০), ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের মাছ ব্যবসায়ী মোস্তফা কামাল (৪০) ও পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার দিনমজুর জাহাঙ্গীর হোসেন (৪২)। এদের মধ্যে দুইজনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

প্রায় প্রতিদিনই করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে গত ২ জুন থেকে হাজীগঞ্জ বাজার ও ৩ জুন থেকে বলাখাল বাজার বন্ধ রয়েছে।

Loading

শেয়ার করুন: