হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

হাজীগঞ্জে ১২ মামলায় ১১ হাজার ৪শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে থেকে সন্ধ্যার পর পর্যন্ত হাজীগঞ্জ বাজার ও বেলচোঁ বাজারে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার। লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করায় এ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়,, সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন নিশ্চিতকরণ ও করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় উপজেলা প্রশাসন হাজীগঞ্জ বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার শনিবার হাজীগঞ্জ বাজার ও বেলচোঁ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

যারা লকডাউনের বিধি নিষেধ ও স্বাস্থ্য বিধি মানছে না এবং যারা মাস্ক পরিধান করছেন না, তাদেরকে জরিমানা এবং ব্যবসায়ী ও পথচারীদের লকডাউনের বিধি-নিষেধ ও স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা প্রদান করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Loading

শেয়ার করুন: