অচিরেই মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নিত করা হবে : নুরুল আমিন রুহুল এমপি

মতলব প্রতিনিধি:

মতলব দক্ষিণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষ্যে ৭ অক্টোবর বেলা ২টায় চিকিৎসেেকদর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

তিনি বলেন, চাঁদপুর জেলায় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বিভিন্ন কার্যক্রমে এগিয়ে থাকায় একটি মডেল কমপ্লেক্স হিসেবে পরিচিতি লাভ করেছে। যেখানে জনগন স্বাস্থ্য সেবা ভাল পায়, সেখানেই লোকজন বেশী আসে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। গ্রামের সাধারণ মানুষ যাতে সঠিক চিকিৎসা পায় সেজন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চিকিৎসকদেরকে সব সময় কর্মস্থলে থাকার নির্দেশ প্রদান করেছেন। অচিরেই মতলব সরকারী হাসপাতাল ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া পর্যায়ক্রমে হাসপাতালের জনবল সংকটসহ সকল সমস্যা সমাধান করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোটারিয়ান ডাঃ একেএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার রোটারিয়ান ডাঃ নূসরাত জাহান মিথেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু। স্বাগত বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ এনামুল হক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, আনিছুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে মতলব সরকারী হাসপাতালের ন্যায্য মূল্যের ঔষধের দোকান আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন এড. নুরুল আমিন রুহুল এমপি।

Loading

শেয়ার করুন: