অ্যাড: আবুল ফজলের মৃত্যুবার্ষিকীতে দোয়া

স্টাফ রিপোটার:

চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চাঁদপুর শহরের বিষ্ণুদী ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা অ্যাড: আবুল ফজলের দ্বাদশ ( ১২ তম ) মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার বিকেলে পরিবারের পক্ষ থেকে ব্যাংক কলোনী তার নিজ বাড়িতে মিলাদ ও দোয়ার আয়োজন করেন মরহুমের বড় ছেলে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা গণফোরামের সভাপতি এডভোকেট সেলিম আকবর।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর সরকারি কলেজস্থ শেরে বাংলা ছাত্রাবাস মসজিদের ইমাম মাওলানা আ.ন.ম মহিবুল্লাহ।

উপস্থিত ছিলেন শহরের চেয়ারম্যান ঘাটা জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুদ্দিন খন্দকারসহ আইনজীবী,জনপ্রতিনিধি ও স্থানীয় এলাকাবাসীসহ মুসল্লিরা।

উল্লেখ্য,চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও ভাষা সৈনিক অ্যাডঃ আবুল ফজল ২০১০ সালের ১৩ ফ্রেবুয়ারী সকলকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়ে, নাতি-নাতনি সহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান। তিনি দীর্ঘদিন চাঁদপুর জেলা বারে বেশ সুনাম এর সাথে আইন পেশায় জড়িত ছিলেন।

Loading

শেয়ার করুন: