আগুনে পুড়ে যুবকের স্বপ্ন ছাই !

আকতার হোসেন:

এক রাতের আগুনে কেড়ে নিল এক যুবকের সহায় সম্বল। যে স্বপ্ন নিয়ে ব্যবসা শুরু করেছিলেন । তা আগুনের নিষ্ঠুর আলিঙ্গনে রবিবার গভীর রাতে( ১ঃ৪৫মিঃ) উপজেলার ৪নং নারায়ণপুর ইউনিয়নের পয়ালি বাজারে সজীব প্রধানীয়ার দোকানে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে সজিবের একটি সেমিপাকা বিল্ডিংয়ের ফার্মেসির ঔষধ,কম্পিউটার,ডাচ্ বাংলা ব্যাংকের বুথ,নগদ টাকা মুহূর্তে পুরে সব ছাই হয়ে যায়।আগুনে তার প্রায় ২২ লক্ষ ৫৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে নগদ নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা রয়েছে।

জানা যায়,পয়ালী বাজারের ওই দোকান মালিক সজীব প্রধানীয়া প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রাত ১২ টার সময় বাড়িতে যায়। জনেক পথচারী রাত পৌনে দুইটার দিকে ওই দোকান থেকে ধোয়াসহ আগুনের শিখা দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। তখন বাজারের ও আশপাশের লোকজন ছুটে আসে। ঘটনাস্থল থেকে তাকে ফোনে বিষয়টি জানানো হয়। এ সময়ে ফায়ার সার্ভিস ও লোকজনের ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ব্যবসায়ী সজিব বলেন,আমি বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে (সিসি)লোন নিয়ে ফার্মেসী ও ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং ব্যবসা পরিচালনা করে আসছিলাম।আমি এখন সর্বস্বান্ত। ব্যাংকের টাকা কিভাবে পরিশোধ করবো? আমি প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা চাই।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক আজ সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারী বরাদ্ধের আশ্বাস দেন। এছাড়া ওসি স্বপন কুমার আইচ ঘটনাস্থলে ছুটে যান।

Loading

শেয়ার করুন: