আজ অমর একুশে, চেতনার ৭০ বছর

ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল দিন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ আজ। আজ ‘মাথা নত না করা’র অমর একুশে। মহান শহীদ দিবস। তবে এবার শুধু দিবস পালন নয়, অমর একুশের ৭০ বছর পূর্তি। দিবসটি পালনের ক্ষেত্রে এই মাহেন্দ্রক্ষণ নতুন মাত্রা যোগ করেছে। শুধু বাংলা নয়, নিজ নিজ মাতৃভাষার প্রতি সম্মান জানানোর বিশেষ অনুপ্রেরণা হয়ে এসেছে ২১ ফেব্রুয়ারি। বাঙালীর ভাষা-চেতনার সঙ্গে একাত্ম হয়ে একই দিন পৃথিবীর বিভিন্ন দেশে উদযাপিত হবে ইউনেস্কো ঘোষিত ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে।

১৯৫২ সালের আজকের দিনে মায়ের ভাষায় কথা বলার অধিকার রক্ষায় এমনকি বন্দুকের গুলি উপেক্ষা করেছিল বাঙালী। সংগ্রামী ছাত্রদের রক্তে রাজপথ ভেসে গিয়েছিল। একুশের সেই রক্তবীজ বোনা হয়েছিল বাংলার প্রতিটি ঘরে। বায়ান্নর উর্বর বীজ থেকেই ১৯৭১ সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম।

একুশের প্রথম প্রহরে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে।

সোমবার ২১ ফেব্রুয়ারি ২০২২, প্রথম প্রহরে ১২ঃ০১ মিনিটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এর পর জেলা পুলিশ প্রশাসন, চাঁদপুর প্রেসক্লাবসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনটির পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Loading

শেয়ার করুন: