ইউপি নির্বাচনে যারা বিশৃংখলা সৃষ্টি করবে আওয়ামী লীগে তাদের স্থান নেই: ড. মহীউদ্দীন খান আলমগীর

আলমগীর তালুকদার,কচুয়া॥

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তৃণমূল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাচাই উপলক্ষে কচুয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ১২ নভেম্বর শুক্রবার সাচার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ১নং সাচার ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার উদ্বোধনোত্তর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, দলীয় শৃংখলা মেনে তৃণমূলের সাথে সম্পৃক্ত ন্যায়পরায়ণ, সৎ, যোগ্য ও নিষ্ঠাবান প্রার্থীকে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য মনোনীত করবেন। এ ক্ষেত্রে ইউপি নির্বাচনে যারা বিশৃংখলা সৃষ্টি করবে বাংলাদেশ আওয়ামী লীগে তাদের স্থান নেই।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদারের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব,কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,ঢাকা মহানগর শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জিএম আতিকুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূইয়া,সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান স¤্রাট,আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মনির হোসেন,চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা নিমাই সরকার প্রমূখ।

সভায় চাঁদপুর জেলা চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব বলেন আজকে সাচারে যারা বিশৃংখলা সৃষ্টি করেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি /সম্পাদক এ ব্যাপারে লিখিতভাবে জেলা আওয়ামী লীগকে অবহিত করবেন। আওয়ামী লীগে কোন সন্ত্রাসীর স্থান নেই।

দ্বিতয়ি পর্বে ইউপি নির্বাচন উপলক্ষ্যে ৭ প্রার্থীর কর্মী সমথর্থগনগন ৭ প্রার্থীর নাম প্রস্তাব করেন।

প্রার্থীরা হল : ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মনির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম,আওয়ামী লীগ নেতা কলিম উল্লাহ,সেলিম মজুমদার শুভ, যুবলীগ নেতা নিমাই সরকার ,মহিলা যুবলীগের সাধারন সম্পাদক আমেনা বেগম।

এ দিকে বর্ধিতসভাকে ঘিরে সকাল থেকে বিভিন্ন চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে ব্যানার পেস্টুন নিয়ে মিছিলে মিছিলে মূখরিত হয় সাচার বাজার ।

Loading

শেয়ার করুন: