এসএসসি-৯৩ ব্যাচ চাঁদপুর জেলা পুলিশকে মাস্ক উপহার

নিজস্ব সংবাদদাতা:

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকার প্রেক্ষাপটে মানুষকে মাস্ক ব্যবহারে আগ্রহী করতে মাঠে নেমেছে এসএসসি-৯৩ চাঁদপুর।এরই ধারবাহিকতায় চাঁদপুর জেলা পুলিশকে করোনা সংক্রামনের হাত থেকে রক্ষা করতে উন্নতমানের কাপড়র মাস্ক উপহার প্রদান করা হয়েছে। রোববার বিকেলে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মিলন মাহমুদের হাতে সাড়ে ৪ হাজার উন্নতমানের কাপড়ের মাস্ক তুলেদেন এসএসসি-৯৩ চাঁদপুর এর নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, এসএসসি-৯৩ চাঁদপুর ব্যচের রোটারিয়ান শরীফ মো. আশ্রাফুল হক, রোটা. শাখাওয়াত হোসেন সাকিল, আবদুর রহিম মিয়াজী, সোহাগ পাটওয়ারী, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, রোটা. অ্যাড. কাজী জুমন, ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, রোটা. মফিজ উদ্দিন সরকার, ফয়সাল আহমেদ, সত্যজিৎ কর সোহাগ, রোমজান প্রমুখ।

এসএসসি-৯৩ চাঁদপুর ব্যাচের নেতৃবৃন্দরা জানান, হঠাৎ করে করেনোভাইরাসের দ্বিতীয় ঢেই সারাবিশ্বে মহামারির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। করোনা রোগী বৃদ্ধি পেয়ে এখন দেশে হাসপাতালে শয্যার সংকট সৃষ্টি হচ্ছে আর তাই আমাদের সবাইকে আবারও জোরালোভাবে করোনার বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

মাস্ক ব্যবহারের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Loading

শেয়ার করুন: