কচুয়ায় কৃষকের ধান কেটে দিল যুবলীগ

কচুয়া প্রতিবেদক:

দেশের বিভিন্ন জেলা-উপজেলায় শুরু হয়েছে বোরো ধান কাটা। তবে চলমান করোনা পরিস্থিতিতে ধান কাটা নিয়ে শঙ্কায় ছিলেন তখন উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মো. নাজমুল আলম স্বপন ও সাধারন সম্পাদক শাহ জালাল প্রধান জালালের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা কৃষকের পাশে দাঁড়িয়েছেন।

৩০ এপ্রিল শুক্রবার উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের অসহায় কৃষক মজিবুর রহমানের ৭২ শতক জমির ধান কেটে দিয়ে বাড়ি পৌছে দেয় যুবলীগ।

এসময় উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মাইন উদ্দিন মজুমদার সবুজ, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন,আমির হোসেন,গিয়াসউদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা ধান কাটা অংশ নেয়।

কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মো.নাজমুল আলম স্বপন বলেন,কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে মোতাবেক শ্রমিক সংকট দূর করতে কৃষকের পাশে দাঁড়িয়েছি যুবলীগের নেতাকর্মীদেরকে নিয়ে। আমরা সারা দিন কৃষকের ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিয়েছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

Loading

শেয়ার করুন: