কচুয়ায় কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

আলমগীর তালুকদার:

কচুয়ায় রবি মৌসুমের প্রনোদনা ও বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২২ নভেম্বর রবিবার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০২০-২০২১ অর্থবছরের রবি মৌসুমের প্রনোদনা ও বিনামূল্যে প্রনোদনা প্রকল্পের আওতায় কৃষি অফিস প্র্াঙ্গনে ১হাজার ৩শত ৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বোরো ধান, গম, ভুট্টা ,পিঁয়াজ,সরিষাসহ ৫ প্রকারের রবি শষ্যের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) সুলতানা খানম।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সোফায়েল হোসেন,কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন,মাধ্যমিক শিক্ষা অফিসার মো:আলী আশ্রাফ খান,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো:আলমগীর তালুকদার,উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক প্রানধন দেবনাথ, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির,উপ সহকারি কৃষি কমৃকর্তা শিবুলাল সাহাসহ বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক চাষী বৃন্দ।

Loading

শেয়ার করুন: