কচুয়ায় চোরাই মালসহ দুই চোর আটক

আলমগীর তালুকদার॥

কচুয়া উপজেলার বড়হায়াতপুরে রাতের অন্ধকারে বসত ঘরে অভিনব কায়দায় চুরির ঘটনায় অভিযোগের ৪ ঘন্টার মধ্যেই চুরির সাথে সম্পৃক্ত দুইচোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

৬ জুলাই মঙ্গলবার রাতে কচুয়া থানার ওসি মহিউদ্দিনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ সানোয়ার হোসেন,সেকেন্ড অফিসার তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুরির সাথ সম্পৃক্ত কড়ইয়া গ্রামের মনগাজী হাজি বাড়ির দুই চোর মৃত নুরু মিয়ার ছেলে মোশারফ ও নুরু মিয়া বেপারীর ছেলে শাহপরানকে গ্রেফতার করে। এ সময় পুলিশ চুরি হয়ে যাওয়া ১টি বাইসাইকেল ও কিছু জমা কাপড় উদ্ধার করে। বুধবার চুরির মামলায় দুই চোর মোশারফ ও শাহপরানকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

প্রসংগত: কড়ইয়া ইউনিয়নের বড়হায়াতপুর দক্ষিন পাড়া নতুন বাড়ির সৌদি প্রবাসী আমির হোসেনের বসত ঘরের দরজার তালা ভেঙ্গে চোরের দল ভিতরে প্রবেশ করে। ঘরে কেউ না থাকায় অনায়সে ব্রিফকেছ ও ওয়ড্রফ থেকে ২ জোড়া স্বর্নের কানের দুল,২টি চেইন,পায়ের নুপুর,১টি নাকফুল,ঘরে থাকা ১টি বাইসাইকেল ,নগদ ৫৫ হাজার টাকাসহ অন্যন্য মালামাল নিয়ে যায়। চুরির ঘটনায় আমির হোসেনের ছেলে আবু হানিফ মঙ্গলবার মামলা দায়েরের ৪ ঘন্টার মধ্যে থানা পুলিশ অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেফতার করে। আবু হানিফ মঙ্গলবারের রাতের চুরির সময়কার ভিডিও ফুটেজ থানায় জমা দেয়।

ভিডিও ফুটেজ দেখা যায় মধ্যরাতে মাস্ক পরিহিতি দুজন চোর ঘরে প্রবেশ করে। আবু হানিফ আরো জানান আমাদের বাড়িতে আমি ছাড়া কোন পুরুষ মানুষ নেই তাই সুযোগ পেলেই চোরের দল চুরি করে।

থানাসুত্রে জানা গেছে এছাড়াও মোশারফ ও শাহপরানের বিরুদ্ধে থানায় চুরির মামলা রয়েছে।

Loading

শেয়ার করুন: