কচুয়ায় জম্মাষ্টমী উৎসব পালিত

আলমগীর তালুকদার:

কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃঞ্চের জম্মাষ্টমী উদযাপিত হয়েছে । ২৩ আগষ্ট শুক্রবার বাংলাদেশ জম্মাষ্টমী উদযাপন পরিষদ কচুয়া শাখার আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা,প্রসাদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বঙ্গবন্ধু সরকারি কলেজ প্রাঙ্গন থেকে বর্নাঢ্য শোভাযাত্রা পৌরবাজার প্রদক্ষিন শেষে কড়ইয়া হরিমন্দির প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশর। বর্নাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ।

বাংলাদেশ জম্মাষ্টমী উদযাপন পরিষদ কচুয়া শাখার সভাপতি তপেশ পোদ্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) রুমন দে,পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ শাহজাহান কামাল,সংগঠনের সাধারণ সম্পাদক মানিক মজুমদার সোহাগ,হিন্দু বৌদ্ব পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দ্র,ইসকন কচুয়া শাখার সভাপতি নিমাই হরিদাস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ফনীভ’ষন মজুমদার তাপু,সাধারণ সম্পাদক বিকাশ সাহা,হিন্দু বৌদ্ব পরিষদের সভাপতি প্রানধন দেব, জাগো হিন্দু পরিষদেরে সভাপতি রাজীব শীল প্রমূখ।

Loading

শেয়ার করুন: