কচুয়ায় বিজ্ঞান মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

আলমগীর তালুকদার:

“কৃষি জমির বিজ্ঞান সম্মত ব্যবহার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কচুয়া ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলায় বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২ ডিসেম্বর বুধবার কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান বিতর্ক প্রতিযোগীতায় জুনিয়র গ্রুপ স্কুল শাখা ও সিনিয়র গ্রুপ কলেজ শাখা (উভয় গ্রুপে)শ্রেষ্ঠত্ব অর্জনকারী আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও জুনিয়র গ্রুপ স্কুল শাখায় রানার্স আপ কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

এ সময় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন কচুয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার কে এম সোহেল রানা,কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো:জাহাঙ্গীর আলম লিটন,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কচুয়া উপজেলা সহকারী প্রোগ্রামার মো:মোশারফ হোসেন,আশেক আলী খান উচ্চ বিদ্যালয় এবং কলেজের প্রভাষক মাইনুর আক্তার প্রমূখ।

Loading

শেয়ার করুন: