কচুয়ায় সাবেক সংসদ সদস্য মিসবাহ উদ্দীন খানের মৃত্যু বার্ষিকী পালিত

আলমগীর তালুকদার :কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের উদ্যোগে চাঁদপুর-১ কচুয়া আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ¦ মিসবাহ্ উদ্দীন খানের ১৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ১৮ ডিসেম্বর শনিবার গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মিলনায়তনে মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ, কুরআনে খতম, স্মরণসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম।

গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে দোয়া মিলাদ ও স্মরণসভায় অংশগ্রহণ করেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার, কলেজের সহযোগী অধ্যাপক মামুনুর রশিদ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকির হোসেন মিয়াজী, আওয়ামী লীগ নেতা বিল্লাল খান, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তার খান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
চাঁদপুর-১ কচুয়া আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ¦ মিসবাহ্ উদ্দীন খানের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন আশেক আলী খান জামে মসজিদের খতিব মাওলানা সিহাবউদ্দীন।
এসময় দোয়া ও মিলাদে অংশগ্রহণকারীগন চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্রাজুয়েট প্রয়াত আশেক আলী খান, তাঁর স্ত্রী মরহুমা সুলতানা খানম, চাঁদপুর-১ কচুয়া আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ¦ মিসবাহ্ উদ্দীন খান, একুশে পদকপ্রাপ্ত ড. বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর, তাঁর স্ত্রী মরহুমা নুসরাত জাহাঙ্গীর, ড. সাসছুল আরেফিন সহ খান পরিবারের অনান্য সদস্যদের কবর জিয়ারত করেন।

প্রসংগত: প্রয়াত আলহাজ¦ মিসবাহ্ উদ্দীন খান কর্মজীবনে চট্টগ্রাম বন্দরের সচিব হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে গেছেনএবং তিনি ১৯৯১ সালে চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
মরহুমের জৈষ্ঠ সন্তান একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ইতিহাসবিদ ঢাকা বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক ড. মুনতাসির মামুন তাঁর প্রয়াত পিতা আলহাজ¦ মিসবাহ্ উদ্দীন খানের রুহের মাগফিরাত কামনা করে আত্মীয়স্বজন ও কচুয়াবাসীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

Loading

শেয়ার করুন: