কচুয়া ও ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন ১৪ ফেব্রুয়ারি

চাঁদপুর জেলার কচুয়া ও ফরিদগঞ্জসহ চতুর্থ ধাপে ৫৬ টি পৌরসভায় ভোট গ্রহণ আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি, বাছাই ১৯ জানুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ জানুয়ারি।রোববার (৩ জানুয়ারি) এই তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

তিনি বলেন, এসব পৌরসভার ৩১টিতে ইভিএমের মাধ্যমে আর ২৫টিতে ব্যালট পেপারে মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে, তৃতীয় ধাপের ৬৪ পৌরসভার ভোট গ্রহণ ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১০ জানুয়ারি।

ইতোমধ্যে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার তফসিল ঘোষণা হয়েছে। তৃতীয় ধাফে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে হাজীগঞ্জ পৌরসভার ভোট। এছাড়াও জেলার মতলব উত্তর, মতলব দক্ষিণ ও শাহরাস্তি পৌরসভার তফসিল এখন পর্যন্ত বাকী রয়েছে।

খোঁজ নিয়ে জানাগেছে, ইতোমধ্যে কচুয়া পৌরসভায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ১ ডজন ও ফরিদগঞ্জ পৌরসভায় ২ ডজন মেয়র মনোনয়ন প্রত্যাশী রয়েছে। বিপরীতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তেমন কোন উত্তাপ নেই।

Loading

শেয়ার করুন: