কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজে জাতীয় শোক দিবস পালিত

আলমগীর তালুকদার:

কচুয়া কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকি ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে । বৃহস্পতিবার সকালে শোক র‌্যালি ,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন,আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

কলেজের সহকারি অধ্যাপক মোস্তফা জামানের সভাপ্রধানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শাহ মো:জালাল উদ্দিন চৌধুরী।

কলেজের সহকারি অধ্যাপক মো:শাহদাত হোসেনের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক অর্পনা রানী দেব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার,কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য আনোয়ার সিকদার,কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোসলে উদ্দিন রিমু,শিক্ষার্থী ইমতিয়াজ সাকী,আদনান খন্দকার প্রমূখ ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের উল্লেখযোগ্য প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা শেষে ,কুইজ ,রচনা,বিতর্ক,চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Loading

শেয়ার করুন: