কুমিল্লার জিএম (চ:দা:) হলেন সোনালী ব্যাংক চাঁদপুরের ডিজিএম মুহাম্মদ কবীর হোসেন

মেঘনাবার্তা ডেস্ক:

সোনালী ব্যাংক চাঁদপুরের ডেপুটি জেনারেল ম্যনেজার (ডিজিএম) মুহাম্মদ কবীর হোসেনকে কুমিল্লার জেনারেল ম্যনেজার্স অফিসের জিএম ইনসার্জ করা হয়েছে।

এ প্রেক্ষিতে তাঁকে কুমাল্লায় বদলী করা হয়েছে। গত ৪ জুন সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ আদেশ পদান করা হয়েছে।বিষয়টি কবীর হোসেন নিশ্চিৎ করেছেন।

তাঁর বাড়ী চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার উয়ারুকে। তিনি ১৯৮৬ সালে প্রবেশনারী অফিসার হিসাবে সোনালী ব্যংকে যোগদান করেন।

এর পর ক্রমান্বয়ে পদোন্নোতি নিয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ।২৫ বছর ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন।

২০১৫ সালে তিনি সহকারি জেনারেল ম্যনেজার হিসেবে পদোন্নতি পেয়ে ঢাকার লালমাটিয়া শাখায় শাখা প্রধান হিসেবে যোগদান করেন।

২০১৮ সালের জানুয়ারীতে ডেপুটি জেনারেল ম্যনেজার হিসেবে পদোন্নতি পেয়ে চাঁদপুর প্রিন্সিপাল অফিসে যোগদান করেন।

২০২০ সালের ৪ জুন তিনি জেনারেল ম্যনেজার্স অফিস কুমিল্লায় ইনসার্জ হিসেবে দায়িত্ব পান।

চাঁদপুর জেলায় দীর্ঘ চাকুরী জীবনে তাঁর সততা,নিষ্ঠা এবং আন্তরিকতার সুনাম রয়েছে। বেঁচে থাকলে ২০২১ সালের অক্টোবরে তাঁর কর্মজীবনের সফল সমাপ্তি হবে বলে জানাগেছে।

চাঁদপুরে কর্মরত সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ৩ শতাধিক কর্মকর্তা-কর্মচারী তার উত্তরোত্তর সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছে।

Loading

শেয়ার করুন: