খোয়া যাবার ৭ ঘন্টা পর চাঁদপুরে বিকাশের ৬১ লক্ষ টাকা ফেরৎ দিলো অটো চালক

মেঘনাবার্তা ডেস্ক:

চাঁদপুর শহরে বিকাশের ৬১ লক্ষ টাকা খোয়া যাবার ৭ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। অটক হয়েছে অটো চালক।

থানা সূত্র জানায়, শহরে স্থাপন করা সিসি ক্যামরার ফুটেজ দেখে অটো বাইকের গতিবিধি নির্ণয় করা হয়।
এছাড়া শহরের প্রত্যেকটি অটো গ্যারেজে বিকাশ কোম্পানীর প্রতিনিধিদের একযোগে মোটর সাইকেল দিয়ে মহড়া দেয়া হয়।

এক পর্যায়ে পুরাণবাজার হরিসভা এলাকায় একটি গ্যারেজে টাকা খোয়া যাওয়া সেই অটোর সন্ধান মেলে। একই সাথে টাকাও উদ্ধার হয়। সেষ খবর পাওয়া পর্যন্ত চাঁদপুর মডেল থানায় বিকাশ কর্তপক্ষসহ দেন-দরবার চলছিল।

উল্লেখ্য, ২১শে জুন রোববার সকালে শহরের পৌরসভার কাছে ইউসিবিএল ব্যাক থেকে ১ কোটি ২১ লাখ টাকা তুলে শহরের জোড়পুকুর পাড়স্থ ইসলামী ব্যাকে আনার সময় টাকার বাহক অটো থেকে টাকার একটি ব্যাগ ভুলে অটোতে রেখে চলে যায়।

তার পর পুরো শহর তন্ন তন্ন খুজে ওই অটোর হদিস মেলেনা। দীর্ঘ ৭ ঘন্টা নাটকীয়তারপর পুরান বাজারের হরিসভা এলাকার একটি গ্যারেজ থেকে অটো চালক নিজেই থানায় কল করে টাকার খবর জানায়। পরে থানা পুলিশ গিয়ে অটো চালকেসহ টাকা উদ্ধার করে।

খবর নিয়ে জানা যায়, পৌরসভার সামনের ইউসিবিএল ব্যাংক থেকে টাকাগুলো উত্তোলন করা হয়েছে। পরে অটোতে করে টাকাগুলো জোড় পুকুর পাড় মসজিদের সামনে নিয়ে আসা হয়েছিলো।

এ ঘটনা নিশ্চিত করে বিকাশের এজেন্ট আলমগীর হোসেন জানান, টাকা গুলো বিকাশের। ব্যক্তিগত গাড়িতে করে টাকা গুলো নেওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম। ঘটনার পর সিসি ফুটেজ সংগ্রহ করে চাঁদপুর ডিবি টাকা উদ্ধারে চেষ্টা করছে।

Loading

শেয়ার করুন: