ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে চাঁদপুরেও গুড়ি গুড়ি বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক:

ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবের কারণে চাঁদপুর জেলা জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। দিনের বেলায় সুর্যের দেখা মিলেনি। শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে আবহাওয়া পরিবর্তন দেখা দেয়।

রবিবার (৫ ডিসেম্বর) ভোর থেকেই শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। বিকেলে বৃষ্টির পরিমাণ বাড়ে। সন্ধ্যার পরেও বৃষ্টি অব্যাহত ছিল। বৃষ্টির কারণে হঠাৎ শীতের প্রকোপও বেড়েছে। সাধারণ জীবন যাত্রা অনেকটা ব্যাহত হয়েছে। প্রয়োজনীয় কাজ ছাড়া অনেকেই ঘর থেকে বাহির হন না। রিকশা ও ভ্যান চালকসহ অনেক শ্রমিকের কাজে বিঘ্ন ঘটে।

খোঁজ নিয়ে জানাগেছে, মেঘনা নদীর উপকূলীয় এলাকা মতলব উত্তর, মতলব দক্ষিণ, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার সকাল থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও পানি বাড়েনি।

Loading

শেয়ার করুন: