চাঁদপুরের জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি মোঃ মাজেদুর রহমান খান এর বদলি জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

২৩ ডিসেম্বর বুধবার বিকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা শিল্পকলার আয়োজনে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদায়ী জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন, বাংলাদেশের সংস্কৃতির প্রতি আরো নজর দিতে হবে। শিল্প সংস্কৃতিকে বাচিয়ে রাখতে আরো বড় পদক্ষেপ নিতে হবে। সোনার বাংলার টেকসই করতে শিল্প-সংস্কৃতিকে আরো উন্নত করা দরকার। এর জন্যে অনেক কাজ বাকী রয়েছে, তা সম্পুর্ন করা দরকার। একজন শিল্পীকে তাঁর সঠিক যোগ্যতায় ভূষিত করতে হবে।

জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ থিয়েটার ফোরাম’র সভাপতি শহিদ পাটোয়ারী,বিশিষ্ট ছড়াকার ডা. পিযুষ কান্তি বড়ুয়া, চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরন প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক প্রমূখ।

বক্তারা বলেন, আমরা চাঁদপুরবাসীরা জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা দিচ্ছি না, আমরা মনের গাঁথুনিতে তাঁকে সবসময় ধরে রাখবো। তিনি সবসময় চাঁদপুরকে আরো সংস্কৃতিমনা করার জন্যে অনেক উদ্যোগ গ্রহণ করেছিলেন। আমরা সবসময়ই এই বিদায়ী জেলা প্রশাসকের অবদানের কথা মনে রাখবো।

এসময় চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান চাঁদপুর অঙ্গনের বিভিন্ন নাট্য গোষ্ঠী ও সংগঠনের নেতৃবৃন্দরা ফুল ও ক্রেস্টের মাধ্যমে সম্মাননা প্রদান করেন।

Loading

শেয়ার করুন: