চাঁদপুরে ঈদের জামাত কোথায় কখন অনুষ্ঠিত হবে

মেঘনাবার্তা রির্পোট:

আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে । এ উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত চাঁদপুর পৌর এলাকার প্রায় ১৬টি স্থানে অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা সূত্রে জানা যায়, চাঁদপুরের গুরুত্বপূর্ণ স্থানে ঈদের নামাজের সময় নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৪৫মিনিটে, চাঁদপুর আউটার স্টেডিয়াম,বেগম জামে মসজিদ ঈদগাহ,বায়তুল আমিন জামে মসজিদ ঈদগাহ ময়দান,পুরান বাজার মধুসূধন উচ্চ বিদ্যালয় মাঠ, দক্ষিণ গুণরাজদি আহম্মদিয়া ঈদগাহ্ ময়দান,জাফরাবাদ এমদাদিয়া মাদ্রাসা মাঠ,জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসা মাঠ,বাবুরহাট স্কুল ও কলেজ ময়দানে সকাল ৮টায়,
চাঁদপুর বড় স্টেশন রেলওয়ে জামে মসজিদ, টেকনিক্যাল স্কুল মাঠে সকাল ৮:১৫ মিনিটে, চাঁদপুর সরকারি কলেজ মাঠ,চাঁদপুর পুলিশ লাইনন্স
,রঘুনাথপুর হাজী আঃ করিম খান হাই স্কুল মাঠ, পূর্ব শ্রীরামদি ৩নং বালক উচ্চ বিদ্যালয় মাঠ, সকাল সাড়ে ৮টায়,চিশতিয়া জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টা ১৫মিনিটে ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯ টায় ও সদর উপজেলার শাহতলী পাওয়ারী বাড়ী জামে মসজিদ ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে ।

আরো জানা যায়, আবহাওয়া অনুকূল না থাকলে চাঁদপুর পৌর পার্কের পরিবর্তে ঈদের প্রধান জামাত স্থানীয় চৌধুরী জামে মসজিদে এবং অন্যান্য এলাকায় ঈদের নামাজ যথারীতি মাঠসংলগ্ন/নিকটবর্তী মসজিদে অনুষ্ঠিত হবে।

Loading

শেয়ার করুন: