চাঁদপুরে করোনার ভ্যাকসিন সুষ্ঠুভাবে বিতরণের নির্দেশ

করোনা ভাইরাসের (কোভিড ১৯) ভ্যাকসিনের যথাযথ ও সুষ্ঠুভাবে বিতরণ বিষয়ে ভার্চুয়ালল কনফারেন্সের মাধ্যমে চাঁদপুরসহ সারাদেশের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন এবং ইউএনওসহ অন্যান্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

৩ ফেব্রুয়ারি বুধবার দুপুরে ন্যায় একযোগে চাঁদপুরের উল্লেখিত সংশ্লিষ্ট কর্মকর্তাদদের সাথেও মতবিনিময় করেন। এসময় চাঁদপুর প্রান্তে এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মাহাবুবুর রহমান পিপিএম বার, সিভিল সার্জন ডা. মোঃ শাখাওয়াত উল্লাহ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজসহ অন্যান্য কর্মকর্তাগণ।

এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস তার বক্তব্যে, করোনার ভ্যাকসিনের যথাযথ ও সুষ্ঠুভাবে বিতরণের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

Loading

শেয়ার করুন: