চাঁদপুরে কিশোরিদের স্বাস্থ্য বিষয়ক পিয়ার এডুকেশন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:

স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে ও চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক পিয়ার এডুকেশন সহায়িকা এ্যাডোলসেন্ট হেলথ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ জুন) সকাল ১১টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবাব পরিকল্পনা অফিস কার্যলয়ের হলরুমে ১০ থেকে ১৯ বছরের কিশোরীদের কৈশোর কাল ও শরীরিক পরিবর্তন বিষয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে ৩০ জন কিশোরী অংশ গ্রহন করেন।

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃসাজেদা পলিনের সভাপতিত্বে টিএলসিএ,মোঃশহিদুল ইসলামের পরিচালনায় প্রশিক্ষক ডাঃ জান্নাতুল লুভা বিনতে ইসলাম কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন,সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক মোঃমনির হোসেন,ক্যাশিয়ার মোঃরেজাইল করিম।

সভায় সভাপতির বক্তব্যে ডাঃ সাজেদা পলিন বলেন,করোনা কালিন এই সময়ে নিরাপদ থাকতে তোমরা নিয়মিত হাত ধুভে,মাক্স পরিধান করবে,পুষ্টি কর খাবার খাওয়র চেষ্টা করবে।

তিনি আরো বলেন,তোমাদের এই সময়টাতে নিজেদের প্রতি যত্নবান হবে ও মা বাবার আদেশ মেনে চলবে তাহলেই তোমরা সুস্থ ও সবল ভাবে বেরে উঠতে পারবে।

Loading

শেয়ার করুন: