চাঁদপুরে জাতীয় যুব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক॥

জাতীয় যুব দিবসে এবারের জাতীয় যুব দিবসে প্রতিপাদ্য বিষয় দক্ষ যুবক সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ শ্লোগানে চাঁদপুরে জাতীয় যুব দিবস ২০২১ উপলক্ষে যুব সমাবেশ ও যুব র‌্যালি অনুষ্ঠিত হয়েছে । ১ নভেম্বর সোমবার সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নস্থ জেলা যুব উন্নয়ন অফিসের সামনে অনুষ্ঠিত হয়।

পরে যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুরে প্রানী সম্পদ অফিস, যুব উন্নয়ন অফিসসহ কয়েকটি সরকারি অফিস রযেছে যেগুলো প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। আপনারা প্রশিক্ষণ নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আপনাদের উপরই দেশের উন্নতি নির্ভর করবে। তরুণরাই ভালো কাজ করতে পারে, দেশকে এগিয়ে নিতে পারে। বাংলাদেশের অর্থনীতি দাড়িয়ে আছে গ্রামীন অর্থনীতির উপর। তাই গ্রামের বেকার যুবকদের প্রশিক্ষনের আওতায় নিয়ে এসে প্রতিষ্ঠিত আত্মকর্মী হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

তিনি আরো বলেন, স্বাধীনতার যুদ্ধকালীন সময় থেকে শুরু করে এ পর্যন্ত সকল ক্রন্তিকালে যুবকরাই এগিয়ে এসেছে, নের্তৃত্ব দিয়েছে। দক্ষতা যুবকদের, এগিয়ে যাবে দেশ। উন্নত বাংলাদেশ গড়ার জন্য যুবকদেরকেই নের্তৃত্ব দিতে হবে।

চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে তথ্য কর্মকর্তা আহসান সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা সমাজ সেবা অফিসার রজত শুভ সরকার, কর্মসংস্থান ব্যাংক চাঁদপুর শাখার ব্যবস্থাপক কবির হোসেন,উদ্যােক্তা জাকির হোসেন,উদ্যােক্তা আব্দুল মতিন তপদার ভুট্টো, সোনালী সুদিনের সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ হানিফ,প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বাঁধন চন্দ্র শীল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত পাঠ করেন প্রশিক্ষণার্থী মোঃ আল আমীন।

Loading

শেয়ার করুন: