চাঁদপুরে নান্দনিক পর্যটন কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভার যৌথ উদ্যোগে বড়স্টেশন মোলহেডকে নান্দনিক পর্যটন এলাকা করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে।২ জুন বুধবার বিকেলে বড় স্টেশন মোলহেড তিন নদীর মোহনার সৌন্দর্যবর্ধনের চলমান কাজ পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

এ বিষয়ে এডিসি (সার্বিক) ও স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, মোলহেডে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ রেলওয়ের বেদখলকৃত ৫০ শতাংশ জায়গা উদ্ধার করা হয়েছে।

ইতোমধ্যে পর্যটকদের জন্য সুসজ্জিত এর কাজ শুরু হয়েছে। হকারদের ও দোকানীদের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে। মোলহেডে কোন দোকান বা হকার অবস্থান করতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইরফাত জামিল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেনসহ অন্যান্যরা।

Loading

শেয়ার করুন: