চাঁদপুরে নিন্ম আয়ের পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র মাহে রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে সারাদেশে নিন্ম আয়ের ১ কোটি পরিবারের নিকট টিসিবির নিত্য পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলায় কার্যক্রমটি উদ্বোধন হয়েছে।

২০ মার্চ রোববার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে রামপুর ইউনিয়ন পরিষদে ১ম পর্যায়ের বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান।

রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারীর পরিচালনায় সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হেলাল চৌধুরী, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবযানি কর, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, রামপুর ইউপি সচিব মোঃ রাকিবুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা রামপুর ইউনিয়নের ১ হাজার ৬৬ জন ৪৬০ টাকার বিনিময়ে টিসিবির পণ্য সংগ্রহ করেন। যার মধ্যে ছিল ২ লিটার সয়াবিন তেল (২২০ টাকা), ২ কেজি মুশরীর ডাল (১৩০ টাকা) ও ২ কেজি চিনি (১১০) টাকা। টিসিবির চাঁদপুর সদর উপজেলার ডিলার হলেন মেসার্স লক্ষী ভান্ডার।

উল্লেখ্য, চাঁদপুর জেলায় ১ লাখ ৪৫ হাজার ১শ’ ৪৭ জন ফ্যামেলি কার্ডধারী পাবেন স্বল্পমূল্যের টিসিবির পণ্য পাবেন। এরমধ্যে চাঁদপুর জেলার ৮ উপজেলায় ১ লাখ ২১ হাজার ৭শ’ ১ জন ও জেলার ৭টি পৌরসভার ২৩ হাজার ৪শ’ ৪৬ জন ফ্যামেলি কার্ডধারীরা স্বল্পমূল্যের টিসিবির পণ্য পাবেন। দ্বিতীয় পর্যায় পবিত্র রমজান মাসের মাঝামাঝি সময়ে ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ছোলা বুট বিক্রয় করা হবে।

Loading

শেয়ার করুন: