চাঁদপুরে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেটে আবাহনীর বিদায়

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরে অষ্টম বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সাথে ৭৯ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আবাহনী ক্রীড়া চক্র।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে সেলিম চেয়ারম্যানের ক্লাব পুরান বাজার ভাই ভাই স্পোর্টিং ক্লাব।

তারা ৭৯ রানের ব্যবধানে চাঁদপুর আবাহনী ক্রীড়া চক্রকে পরাজিত করে। এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে আবাহনীকে।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ১৬২ রান করে ভাই ভাই স্পোর্টিং ক্লাব। জবাবে ১৯ ওভারে ৮৩ রান তুলতেই অল আউট হয় আবাহনী ক্লাব।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের এবারের আসরে অংশ নেয় আটটি দল।

অংশগ্রহণকারী দল গুলো হলো: গ্রুপ “ক” পুরানবাজার পূর্ব শ্রীরামদী ক্লাব, নিতাইগঞ্জ ক্রীড়াচক্র, চাঁদপুর ক্রিকেট কোচিং সেন্টার ও প্রফেসর পাড়া ক্রীড়া চক্র।

গ্রুপ “খ” চাঁদপুর আবাহনী ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র, পুরানবাজার ভাই ভাই স্পোর্টিং ক্লাব ও চাঁদপুর ক্রিকেট একাডেমি।

Loading

শেয়ার করুন: