চাঁদপুরে বঙ্গবন্ধু বঙ্গমাতা অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, চাঁদপুর সদর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী, কল্যাণপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী।

এ সময় মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়াজী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ্র, ইব্রাহীমপুর ইউপি সচিব সালামত উল্লাহ খান শাহীন, বাগাদী ইউপি সচিব মহিবুল আহসান নিপু, মৈশাদী ইউপি সচিব আবু বকর মানিক, রামপুর ইউপি সচিব মোঃ রাকিবুল হাসান খান, কল্যানপুর ইউপি সচিব জসিম উদ্দিন রনি, মৈশাদী ওয়ার্ড সদস্য ফারুক সরকার, বজলুল জিলন, হাকিম গাজী, দেলোয়ার খান, সেলিম বেপারী, বারেক খান, মহিলা সদস্য শাহিদা বেগম, শিল্পী বেগম, জাহেদা বেগমসহ বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড সদস্য ও সমর্থকগন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় মৈশাদীকে হারিয়ে বালিয়া ইউনিয়ন বিজয়ী হয়। খেলার ফলাফল মৈশাদী -১ বালিয়া -২। খেলা পরিচালনা করেন ওহায়েদুর রহমান লাভু। প্রথম দিন ৪টি ইউনিয়ন খেলায় অংশ গ্রহন করেন।

Loading

শেয়ার করুন: