চাঁদপুরে বিশ্ব মা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক ॥

শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ মে) জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এ সময় তিনি বলেন , পৃথিবীর সবচেয়ে সু-মধুরতম ডাক ‘মা’। ছোট্ট এ শব্দের অতলে লুকায়িত থাকে গভীর স্নেহ, মমতা, অকৃত্রিম দরদ ও ভালোবাসা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মা, মায়ের বৈশিষ্ট্য আর ভালোবাসা কখনো বদলায় না। মা দিবসের উদ্দেশ্য প্রতিটি মাকে যথাযথ সম্মান দেওয়া, শ্রদ্ধা জানানো ও ভালোবাসা। যিনি জন্ম দিয়েছেন, লালন-পালন করেছেন সেই মা । ঘরে কিংবা বাইরে সর্বক্ষেত্রে মায়েদের যথাযথ সম্মান ও অধিকার প্রতিষ্ঠা করতে সকলকে এগিয়ে আসতে হবে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়েশা আক্তার। এ সময় অন্যান্য সরকারি কর্মকর্তা ও মায়েরা উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: