চাঁদপুরে ব্রিকফিল্ডকে ১ লাখ টাকা অর্থদণ্ড

লাইসেন্স না থাকায় চাঁদপুরের এ এম এস ব্রিকফিল্ড কে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ব্রিক ফিল্ডের দীর্ঘদিন যাবত লাইসেন্স না থাকায় স্বত্ত্বাধিকারীঃ মোঃ ফিরোজ আলম চৌধুরী (৬৩) কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ ইবনে আল জায়েদ হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ ইবনে আল জায়েদ হোসেন জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ ( সংশোধিত ২০১৯) অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর এর ইন্সপেক্টর উত্তম কুমার, পেশকার মোঃ জহিরুল ইসলাম, পুলিশ ফোর্সের সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিসের সদস্য ও আনসার বাহিনীর সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Loading

শেয়ার করুন: