চাঁদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিবেদক :

রোববার (৪ অক্টোবর) সারা দেশের ন্যায় চাঁদপুরেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এবার জেলার ৮ উপজেলা ও ৭ পৌরসভায় ৩ লাখ ১৭ হাজার ৩০৩ জন শিশুকে লাল ও নীল রংএর ক্যাপসোল খাওয়ানো হবে।

সিভিল সার্জন জানান, এই কর্মসূচিতে ৬ মাস থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। চাঁদপুর জেলায় এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৩শ’ ৩ জন শিশুকে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৭শ’ ৯৭ জন, আর ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮০ হাজার ৫শ’ ৬ জন। এই তিন লক্ষাধিক শিশুকে জেলার ২ হাজার ৩শ’ ৩৯টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর জন্যে প্রয়োজনীয় স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়া হয়েছে। আর এদের তদারকি করবেন ৫শ’ ৫ জন প্রথম শ্রেণীর তদারকি কর্মকর্তা।

সকালে জেলা সিভিল সার্জন ডা: মো: শাখাওয়াত উল্লাহ এবং ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা: হাবিবুল করিম এ কর্মসুচির উদ্বোধন করেন।

Loading

শেয়ার করুন: