চাঁদপুরে ভ্রাম্যমান আদালতে দন্ড

চাঁদপুর জেলায় চলমান লকডাউনে সরকারি নির্দেশনা না মানায় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানকে ৯ মামলায় ৭ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।সোমবার (১৭ মে) এসব পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) ও চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেগণ।

জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানাগেছে, চলমান লকডাউনে অযথা বাসা থেকে বের হওয়া, গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব বজায় না রাখার অপরাধে ৭ টি মামলায় ৭ জন ব্যক্তিকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং বাজার মনিটরিং করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে ২ মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং মোঃ উজ্জ্বল হোসেনের ভ্রাম্যমাণ আদালতে ৭ মামলায় ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জেলায় সর্বমোট ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে এবং সর্বমোট ৯ টি মামলায় ৭ হাজার জরিমানা আদায় করা হয়। করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধে জেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Loading

শেয়ার করুন: